হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ বাঙালিজাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য প্রেরণা। এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্র প্রাপ্তি এবং অধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। ঐতিহাসিক ৭ই মার্চের এ ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জাতির পিতার জন্মশত বর্ষ উদযাপনের অংশ হিসেবে সরকার এ বছরই প্রথম ৭ই মার্চ জাতীয় দিবস ঘোষণা করেছে।
প্রেক্ষিতে, এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঐ দিন আপনার মসজিদে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশের সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS