সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদ গত ০৪ তারিখে শুক্রবার রাতে নামাজ আদায় করার অবস্থায় অগ্নিকান্ড ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ইমাম সাহেব ও মুয়াজ্জিনসহ ২৩ মুসল্লি মৃত্যুবরণ করনে এবং অনেক মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছে। নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়াসহ তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রত সুস্থতা ও আরোগ্য জন্য দোয়া করছি।
বর্ণিত অবস্থায়, অত্র জেলার সকল মসজিদের বিশেষ করে যে সকল মসজিদে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে সে সকল মসজিদের বৈদ্যুতিক লাইনগুলো শর্টসার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে অত্র জেলা কার্যালয়ের তত্বাধানে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং গণপূর্ত অধিদপ্তর ও প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীগণের সহযোগিতায় মসজিদ কমিটি সক্রিয় অংশগ্রহণসহ জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমতাবস্থায়, অত্র জেলার সকল উপজলোর মসজিদের সম্মানীত খতিব/ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে উপর্যুক্ত বিষয়ে নিয়মিত পরীক্ষা ও মেরামত নিশ্চিত করার নিমিত্ত স্থানীয় প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগীতায় এবং মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস