Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

 

 ইসলামিক ফাউন্ডেশন  সাধারণ জনগণের বিভিন্ন ভাবে  সেবা  প্রদান করে থাকে। নিম্নে সে সমস্ত সেবা গুলো আলোকপাত করা হলো।

০১) বই বিক্রয় শাখা:- ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বিভিন্ন তাফসীর,হাদীস গ্রন্থ,,অনুবাদ গ্রন্থ, শিশুদের উপযোগী বই, ২৫%,৩০%,৩৫%  কমিশনে বিক্রয় করা  হয়। ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়,কলেজ রোড, মৌড়াইল, অফিস চালাকালীন সময়ে যোগাযোগ করে বই ক্রয় করা যায়।

০২) পাঠাগার শাখাঃ-  ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে বর্তমানে  ২১৭  আ্ইটেমের ২২০৪ টি বই ,2টি  দৈনিক প্রত্রিকা পাঠকের জন্য রাখা আছে। অত্র কার্যালয়ের ৩য় তলায় পাঠাগারটি সকাল ৯.০০ টা হতে বিকেল ৫.০০ টা পর্যন্ত ( নামাজের বিরতি ৩০ মিনিট) খোলা থাকে। পাঠাগারে বসে বই পড়ার সুযোগ রয়েছে। আপনি আমন্ত্রিত।

০৩)   মসজিদে পাঠাগার স্থাপনঃ- ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া অত্র জেলার মসজিদ সমূহে ৩৭৩ টি মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে।  নির্ধারিত ফরমে মসজিদ পাঠাগার এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিজ নিজ প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করে পাঠাগার প্রতিষ্ঠার সুবিধা পাওয়া যায়।

০৪) ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টঃ- অত্র জেলার  তিমাসে ১০ টাকা হারে বার্ষিক ১২০ টাকা চাঁদা দিয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ ট্রাষ্টের সদস্য হতে পারে ।

সুবিধাঃ- বিনা সুধে ঋণ ও আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে। কর্মে অক্ষম সদ্যস্যদের জমাকৃত অর্থ লভ্যাংশ সহ ফেরৎ পাবেন।

০৫) সরকারী যাকাত ফান্ডঃ- পবিত্র রমযান মাসে বিত্তবানদের নিকট হতে তাদের যাকাতে সম্পূর্ণ/আংশিক যাকাত সংগ্রহ করা হয়।

সংগ্রহকৃত যাকাতের অংশ সরকারী নিয়ম অনুযায়ী স্থানীয় দুস্থদের সাথে বিতরণ করা হয়।

০৬)  হজ্জ ব্যবস্থাপনাঃ- সরকারী ব্যবস্থাপনায় হজে গেমনেচ্ছুক ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে প্রি-রেজিষ্ট্রেশন ও রেজিষ্ট্রেশন করে হজে গমনের সুযোগ রয়েছে।

০৭) চাঁদ দেখা কমিটির সভাঃ- প্রতি আরবী মাসের ২৯ তারিখে জেলা কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা  জেলা কমিটির সভা অত্র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চাঁদ দেখার রিপোর্ট  জাতীয় কমিটিকে তাৎক্ষনিক ভাবে টেলিফোনে করা হয়।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 

০১) ক) মডেল রিসোর্স সেন্টার -০৭টি ।   খ) সাধারণ রিসোর্স সেন্টার -১৮টি ।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট শিশু ও গণশিক্ষা কেন্দ্র ১৩০০ টি।

দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসাঃ- ১৮টি।

* স্ব-স্ব উপজেলা মডেল রিসোর্স সেন্টার জেলা কার্যালয়ে যোগাযোগ করে নির্ধারিত নিয়মে কেন্দ্র শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।

 প্রাক-প্রাথমিকঃ- প্রাক-প্রাথমিক কেন্দ্রে ৫-৬ বছরের শিশুরা বাংলা, ইংরেজী, আরবী এবং গণিত শিক্ষা লাভ করে ।

সহজ কুরআন শিক্ষাঃ- সহজ কুরআন শিক্ষা  কেন্দ্রে ৬-১২ বছরের  শিক্ষার্থীরা কুরআন  শিক্ষা লাভ করে।

বয়স্ক শিক্ষা কেন্দ্রঃ- বয়স্ক শিক্ষা কেন্দ্রে  শিক্ষার্থী বাংলা, ইংরেজী, আরবী এবং গণিত শিক্ষা লাভ করে ।

০২)  দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় ২টি করে মোট ১৮টি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা চালু করা হয়েছে। ১ম শ্রেণী হতে ৩য় শ্রেণী পর্যন্ত শিশু ও শিক্ষা কার্যক্রম চলছে আপনার শিশুকে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি করে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা গহণের সুযোগ গ্রহণ করতে পারেন।

বাল্যবিবাহ মাদকাশক্তি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রচারণা ঃ-মসজিদের খতিব/ইমাম এবং গণশিক্ষার শিক্ষকদের মাধ্যমে বাল্যবিবাহ মাদকাশক্তি,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের জন্য মসজিদে জুমার খুৎবা সহ ধর্মীয় অনুষ্ঠানের  আলোচনার মাধ্যমে জন সচেতনতা সৃষ্টি করা হয়।

টিকাদান কর্মসূচী,ভিটামিন খাওয়ানো,বনায়ন সহ সরকারী বিভিন্ন কর্মসূচী পালনে ইমামদের কে সম্পৃক্ত করে প্রচারণা  চালানো হয়।

জাতীয় ও ধর্মীয় দিবস পালনঃ-

জাতীয় ও ধর্মীয় দিবসে  আলোচনা সভার আয়োজন করা হয় এবং মসজিদের দোয়া অনুষ্ঠানের জন্য ব্যপক প্রচারণা চালানো হয়।